বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সোনার শিশু লাগবে... _মারুফা আক্তার পপি।
মোঃ মশিউর রহমান নিজস্ব প্রতিনিধি ঃ
শিশুদের মতো সোনার মানুষ লাগবে এই বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যেতে। তাই বছরের প্রথমদিন শিশুদের হাতে বই তুলে দেয় শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল শিশু বড় হয়ে হয়ে কাজ করবে।সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।
একদল সেনাসদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু শেখ রাসেল সহ পরিবারের সকল সদস্যদের খুন করেছে।
৮১ সালে দেশে ফিরে বাবা মায়ের জন্য নিজের বাড়ীতে মিলাদ পড়তে পারেনি দেশরত্ন শেখ হাসিনা।
এতকিছুর পরও হাল ছাড়েননি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
দেশরত্ন শেখ হাসিনার আদর্শের সৈনিক হয়ে আজকের শিশুরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার অংশ হয়ে যেন উঠতে পারে সেজন্য দিনরাত কাজ করে যাচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আক্তার পপি এসব কথা বলেন।
শনিবার (২৭ আগস্ট) বিকাল তিনটায় জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের শিলকুড়িয়া হেনা-জামাল আদর্শ বিদ্যানিকেতন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
No comments