সরিষাবাড়ী মিডিয়া প্রেসক্লাব

সরিষাবাড়ী মিডিয়া প্রেসক্লাব
একটি অরাজনৈতিক সাংবাদিকদের সংগঠন।

মুক্তিযুদ্ধ একবারই হয়েছে, আর কেউ সুযোগ পাবে না: ডা. মুরাদ

মুক্তিযুদ্ধ একবারই হয়েছে, আর কেউ সুযোগ পাবে না: ডা. মুরাদ

মোঃ আশরাফুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধ একবারই হয়েছে। নতুন করে এই দেশ স্বাধীন করার সুযোগ আর কেউ পাবে না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। 

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 



সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মুরাদ হাসান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন পাঠান, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান (বীর প্রতিক), ইঞ্জিনিয়ার মো. নাজিম উদ্দিন, শেখ এম এ লতীফ। 



অনুষ্ঠানে ডা. মুরাদ হাসান বলেন, মুক্তিযুদ্ধ একবারই হয়েছে, এই দেশ ও এই জাতিকে স্বাধীন করার সুযোগ আর কেউ পাবে না। আপনারাই এ দেশের সেই সাহসী ভাগ্যবান বীর সন্তান যারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আপনারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। 



পরে ৩৫৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের মধ্যে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরন করা হয়।

No comments

Powered by Blogger.