সরিষাবাড়ী মিডিয়া প্রেসক্লাব

সরিষাবাড়ী মিডিয়া প্রেসক্লাব
একটি অরাজনৈতিক সাংবাদিকদের সংগঠন।

সরিষাবাড়ীতে কিশোর গ্যাং দ্বারা লাঞ্চিত ডিজিএফআই - মেহেদী হাসান

 



নিজস্ব প্রতিনিধিঃ

আজ শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় দিকে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারে কিশোর গ্যাং দ্বারা লাঞ্চিত হয়েছেন ডিজিএফআই এর কর্মকর্তা মোঃ মেহেদী হাসান । 

তথ্য সূত্রে জানা যায় উপজেলার আরামনগর বাজারে জি.কে প্লাজায়  নিয়মিত ভাবে কিশোর গ্যাং এর অবস্থান ঘটে । এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে উপজেলার আরামনগর বাজারে  বি এন পির অঘোষিত কর্মসূচি পালন করেন  । 

বিশেষ কাজে তথ্য সংগ্রহের জন্য আরামনগর বাজারে যান মেহেদী হাসান, পরে  জি কে প্লাজায় ওৎ পেতে থাকা রুমান ও মারুফ সহ কিশোর গ্যাং এর ১০-১৫ জন সদস্যের সাথে কথা কাটা-কাটির/তর্কাতর্কি একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্চিত হোন মেহেদী হাসান । 

নাম প্রকাশে অনিচ্ছু কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান ঘটনা সত্য তাকে লাঞ্ছিত করা হয়েছে... 

উক্ত বিষয়ে সরিষাবাড়ী থানার পুলিশ পাঁচ জনকে আটক করেছে । আটককৃতরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দলের এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আবদুর রশীদের সমর্থক বলে জানা গেছে। 

আটককৃতরা হলেন - মোঃ সম্পদ পিতাঃ মোঃ বাবলু মিয়া, মোঃ নাফিজুল ইসলাম পিতাঃ মোঃ লাবলু মিয়া, মোঃ শাকিল আহমেদ পিতাঃ মোঃ মিজানুর রহমান মোঃ রবিন পিতাঃ আব্দুস সাত্তার ও মোঃ মোশারফ হোসেন তানজিত পিতাঃ আবু বকর সিদ্দিক এরা সবাই পৌরসভা ও ধানাটা গ্রামের বাসিন্দা । 

আটকৃত ব্যতীত রোমান-মারুফ-শওকত উক্ত কিশোর গ্যাং এর মূল হোতাদের এখনো ধরা যায়নি। তবে অভিযোগ আছে মারুফকে পুলিশ ধরে ছেড়ে দেয়। তাদের নামে সরিষাবাড়ী থানাতে বেশ কয়েকটি মামলা চলমান ও অভিযোগ (জিডি) করা আছে। 

এ বিষয়ে জানতে চাইলে জনাব মোহাম্মদ মহব্বত কবীর অফিসার ইনচার্জ সরিষাবাড়ী থানা জানান - এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব ।

No comments

Powered by Blogger.