সরিষাবাড়ীতে মুরাদ হাসান এর পক্ষ থেকে সজীব ওয়াজেদ জয় এর ৫৩ তম জন্মবার্ষিকী পালিত...
আশরাফুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশের কারিগর, বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতে মহাবিপ্লবের মহানায়ক, জাতির পিতার দৌহিত্র, সজীব ওয়াজেদ জয়-এর ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে সরিষাবাড়ী উপজেলার বাস স্ট্যান্ডে মাগরীবের নামাজের পর স্বাস্থ্য ও তথ্য মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এর উদ্যোগে সজীব ওয়াজেদ জয়-এর ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ভিপি, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভিপি, সহ-সভাপতি মানিক, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকল, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর সুরুজ্জামান, সাধারণ সম্পাদক সুমন চাকলাদার সহ সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাবেক সাবেক স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি -এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া শেষে সকল মুসুল্লিদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুল...
No comments