সরিষাবাড়ীতে দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করলেন সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি...
আশরাফুল ইসলাম সরিষাবাড়ী প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জামালপুরের সরিষাবাড়ীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ১৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩শত হতদরিদ্র অসহায় মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাংসদ ডা. মুরাদ হাসান এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্র সংসদের জিএস রাজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, সাবেক কাউন্সিলর কালাচাঁল পাল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহীন, সাবেক ইউপি সদস্য শামসুল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
No comments